মৌলভীবাজারে কৃষি ও কৃষক বাঁচাতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে কৃষি ও কৃষককে বাঁচানোর দাবিতে আজ সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে কৃষি ও কৃষককে বাঁচানোর দাবিতে আজ সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। জেলা হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এই কর্মসূচি পালন করে।

এ সময় সমাবেশে বক্তব্য দেন হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির জেলা আহ্বায়ক আ স ম সালেহ সোহেল, হাছান আহমদ রাজা, সোহেল সামাদ পলাশ, জাকির হোসেন খান ও ফয়ছল আহমদ। 

সমাবেশে বক্তারা বলেন, গত ফেব্রুয়ারি মাস থেকে জেলার কুলাউড়া, জুড়ি, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলায় দফায় দফায় বন্যার কারণে ফসল নষ্ট হয়েছে। এর মূল কারণ কুশিয়ারা নদীর উজানে বুড়িকিয়ারী বাঁধ নির্মাণ। অবিলম্বে বুড়িকিয়ারী বাঁধ অপসারণের দাবি জানান বক্তারা। 

এ ছাড়া হাকালুকি ও কাওয়াদিঘি হাওরকে মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা এবং মনুসহ বিভিন্ন নদ-নদী খনন করারও দাবি জানানো হয়।