এনটিভির স্টাফ করেসপনডেন্ট পিনুর প্রথম জানাজা রাতে

Looks like you've blocked notifications!

কুষ্টিয়ায় ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদ পিনুর লাশ আজ বুধবার সন্ধ্যায় ভারত থেকে দেশে আনা হবে। এর পর রাতেই অনুষ্ঠিত হবে তাঁর প্রথম জানাজা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিনুর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ২ আগস্ট তাঁকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। পিনুর সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু হেলাল।

পররাষ্ট্র মন্ত্রণালয় পিনুর লাশ দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছে। সন্ধ্যা নাগাদ লাশ দেশে পৌঁছাবে।

ফারুক আহমেদ পিনু কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।