মাটি খুঁড়তেই ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রা!

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি পরিত্যক্ত মন্দির থেকে ব্রিটিশ আমলের ৯৪টি রৌপ্যমুদ্রা উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় একটি পরিত্যক্ত মন্দির থেকে ব্রিটিশ আমলের ৯৪টি রৌপ্যমুদ্রা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পাটগাতি মণ্ডলবাড়ির ওই মন্দিরের তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জনের কাছ থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে মন্দিরের সংস্কারকাজের জন্য মাটি খননের সময় শ্রমিকরা এই মুদ্রাগুলো পান।

মুদ্রাগুলো পরীক্ষা করার পর জাদুঘরে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জন মঙ্গলবার রাতে মন্দিরের সংস্কারকাজ করাচ্ছিলেন। খনন করার সময় শ্রমিকরা মাটির নিচ থেকে ওই মুদ্রাগুলো পাওয়ার পর চিত্তরঞ্জনের কাছে দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে।