সাঁকো নির্মাণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জ সদর উপজেলায় বাঁশের সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে নারীসহ অন্তত ৩০ জন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
আজ বুধবার সকালে উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাঁশের সাঁকো নির্মাণ নিয়ে গ্রামের সাহাবুদ্দিন সিকদার ও কবির সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং গুরুতর আহত জুয়েলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।