মিয়ানমারের দুই সেনা সদস্য বান্দরবানে উদ্ধার

বান্দরবানের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর দুই ‘অপহৃত’ সদস্যকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সদর দপ্তরে আজ বুধবার বিকেলে বিজিবির অপারেশন বিভাগের উপমহাপরিচালক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বিজিবি জানিয়েছে, গত ৫ থেকে ১৪ জুলাই যৌথ বাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের দুই সেনা সদস্যকে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে বিজিবির উপমহাপরিচালক কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, ‘সন্ত্রাসীরা মিয়ানমারের দুই সেনা সদস্যকে অপহরণ করে বান্দরবান সীমান্তে রেখে পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে যৌথবাহিনী।’
উদ্ধারকৃতরা কোথা থেকে কবে অপহৃত হয়েছিলেন, কারা তাঁদের অপহরণ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি বিজিবি। এদের দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি। তাঁদের হস্তান্তর করার জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কর্নেল খন্দকার ফরিদ হাসান আরো বলেন, ‘আমরা ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত বান্দরবান সীমান্তের মেইন পিলার ৬৭ থেকে ট্রাইজংশন পর্যন্ত অর্থাৎ তিনদেশের সীমানা যেখানে লেগেছে সে পর্যন্ত আমরা সীমান্ত বরাবর অপারেশন পরিচালনা করি। গত ১৪ জুলাই তারিখে আমরা দুজন মিয়ানমারের নাগরিককে জঙ্গল থেকে উদ্ধার করি।’