রৌমারীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Looks like you've blocked notifications!

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চর গ্রামের আইয়ুব আলী (২৫) ও আবদুল হান্নান (৩৫)। তাঁরা গরু ব্যবসায়ী বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
  
এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি জানায়, গতকাল রাতে বৃষ্টির সময় গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ  দিয়ে গরু আনতে যান বাংলাদেশি দুই ব্যবসায়ী। এ সময় সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের দিয়ারা ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে ওই দুজন আহত হন। পরে অন্যরা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবদীন জানান, কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপারের সময় বিএসএফ সদস্যদের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

জামালপুর ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।