বাসের ছাদে ডালের আঘাতে নিহত ১
বাসের ছাদে উঠে যাতায়াতের সময় গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া মসজিদ এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী (২৬) পেশায় রিকশাচালক ছিলেন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাউতাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, হতাহত ব্যক্তিরা বৃষ্টির মধ্যেও রাতে বাসের ছাদের ওপর বসেছিলেন। আজ রাত ৮টার দিকে বাসটি তালা উপজেলার তেঁতুলিয়া মসজিদ এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এলে গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে ছিটকে পড়েন চারজন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ইয়াসিন আলীর মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ বাসসহ চালকের সহকারীকে আটক করে। কিন্তু চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।