তেঁতুলিয়ার সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের পোশাক
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এতিম ও সুবিধাবঞ্চিত চার শতাধিক শিশুকে ঈদের পোশাক দেওয়া হয়েছে। শিশু স্বর্গ নামের একটি সংগঠন আজ বুধবার এসব পোশাক বিতরণ করে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এসব পোশাক বিতরণ করেন। এ সময় শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ, নাহিদা আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান, সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, শিক্ষক নিয়াজিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিশু শিক্ষার্থীর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন।
‘শিশু স্বর্গ’ পাঁচ বছর ধরে তেঁতুলিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করছে।