এসএসসি : ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/14/photo-1423893937.jpg)
অবরোধের মধ্যে অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠিত হলো এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র ও মাদ্রাসা বোর্ডের আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা।
আজ শনিবার সকাল ১০টা থেকে সারা দেশের তিন হাজার ১১৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত।
এদিকে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল রোববার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কিছুক্ষণ আগে রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এক্ষেত্রে পরীক্ষার কি হবে সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হয়েছে ১৬৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ঢাকায় দায়িত্ব পালন করছে ১৬ প্লাটুন।
ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষাটি গত ১০ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। ২০ দলীয় জোটের হরতালের কারণে তা আজ শনিবার পেছানো হয়।