বৃষ্টি-ঢলের পানিতে আখাউড়া বন্দরে কার্যক্রম বন্ধ

Looks like you've blocked notifications!
বৃষ্টিতে এভাবেই তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর এলাকা। ছবি : এনটিভি

দিনভর বৃষ্টি আর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের বেশ কিছু অংশ।

আবদুল্লাহপুর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের প্রায় এক কিলোমিটার অংশে পানি ওঠায় আজ শনিবার দুপুরের পর থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সকাল থেকে শুধুমাত্র দুই ট্রাক মাছ রপ্তানি হয়েছে।

আজ সকাল থেকেই বৃষ্টির কারণে আবদুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত সড়কটি দেড়-দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পরেই পানি ঢুকে পড়ে বন্দরের বিভিন্ন অফিসে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সকালে বন্দর দিয়ে দুই গাড়ি মাছ রপ্তানি হয়, তবে এরপর পানির কারণে আর কোনো পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হয়নি।

এ ছাড়া, টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে গেছে জমিসহ এলাকার রাস্তাঘাট। গতকাল শুক্রবার দুপুর থেকে পাহাড়ি ঢলের এই পানিতে এসব তলিয়ে যায়।