ফেলে যাওয়া প্যাকেটে মিলল এক লাখ ইয়াবা

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফের নেটংপাড়ার বরফকল এলাকা থেকে রোববার রাতে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিজিবির-২ ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি টহলদল নেটংপাড়ার বরফকল এলাকা থেকে এসব উদ্ধার করে। 

বিজিবি জানায়, মিয়ানমার সীমান্তের নাফ নদ দিয়ে তিন থেকে চারজন লোক দুটি প্যাকেটে করে ইয়াবাগুলো নিয়ে টেকনাফের নাইট্যংপাড়ার বরফকল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে তাঁরা ইয়াবার প্যাকেট দুটি ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ওই দুই প্যাকেটে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়, যার দাম প্রায় তিন কোটি টাকা। 

বিজিবির-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জানান, ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।