কুমিল্লায় একজনকে চাপা দিয়ে ট্রাক খাদে

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার ভোরে এক ব্যক্তিকে চাপা দিয়ে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনায় ট্রাক খাদে পড়ে আবু ইউসুফ (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি পেশায় মাংস বিক্রেতা ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, সোমবার ভোরে ইউসুফসহ কয়েকজন মিলে বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে গরু জবাই করছিলেন। এ সময় বালু বোঝাই একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। ওই এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ইউসুফকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউসুফের মৃত্যু হয়।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।