ষোড়শ সংশোধনী নিয়ে অবস্থান রাষ্ট্রপতিকে জানাল আ. লীগ

Looks like you've blocked notifications!

ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের রায় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদকে দলীয় অবস্থান অবহিত করে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে আসেন। সোয়া ১টার দিকে তিনি বেরিয়ে যান। এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন।’

বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সব সময় তাঁর এলাকায় বাইরোড যেতে পারেন না। তিনি সবসময় এ কথা দুঃখ করে বলেন। আমরা উনার এলাকার রাস্তা তৈরির যে কাজ করছি সে বিষয়ে কথা বলতে এসেছি। কথা প্রসঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ আছে, সে বিষয়ে পার্টির বক্তব্য তাঁকে জানিয়েছি। তাঁর সঙ্গে কিছু কথা হয়েছে।’

‘যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, প্রধান বিচারপতি তিনিই নিয়োগ দেন। তাঁকে আমি বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, সেখানে রায়ের পর্যবেক্ষণের বিষয়ে আমাদের পার্টির বক্তব্য রাষ্ট্রপতির কাছে বলেছি।’

একটি সূত্র জানিয়েছে, আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানের শেষ দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। পরে তিনি রাষ্ট্রপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।

প্রধান বিচারপতি বঙ্গভবনে এসেছেন তাঁর সঙ্গে দেখা হয়েছে কী-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। এখানে যে অনুষ্ঠান আছে আমার জানা ছিল না।’

সরকার রায়ের রিভিউ করবে কী-না জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আলোচনা আরো চলবে। আলোচনা শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা যাবে না।’