জন্মাষ্টমীতে যোগ দিতে গিয়ে হলেন লাশ

Looks like you've blocked notifications!

নড়াইল সদর উপজেলায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাস-নসিমন সংঘর্ষে বীণা বিশ্বাস (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন।

আজ সোমবার বেলা ১১টার দিকে শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকার যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীণা নড়াইল সদরের আগদিয়াচর গ্রামের নিরোধ বিশ্বাসের স্ত্রী। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগদিয়াচর ও বেনাহাটি এলাকা থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে কয়েকটি নসিমনে করে নড়াইল শহরে যাচ্ছিলেন বীণাসহ হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন। নসিমনটি শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে খাদে পড়ে যায় নসিমনটি। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।