পানি কমছে পঞ্চগড়ে
পঞ্চগড় জেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো থেকে লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে।
তবে কয়েকদিনের ভারি বর্ষণ আর উজানের পানিতে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, আটোয়ারী ও বোদা উপজেলায় ঘরবাড়ি, কাঁচা-পাকা সড়ক, সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।
জেলা প্রশাসন ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও) ফিরোজুল হক জানিয়েছেন, জেলায় কয়েক শতাধিক রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার নূর রহমান জানিয়েছেন, পঞ্চগড়- ঠাকুরগাঁও রেলপথের নয়নীবুরুজ এলাকায় প্রায় দুই কিলোমিটার রেলপথ সংস্কারের কাজ শুরু হয়েছে।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।