ফুটবল খেলা চলাকালে অসুস্থ, হাসপাতালে এমপিপুত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!
নড়াইলের লোহাগড়ায় গতকাল ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে এক এমপিপুত্রের মৃত্যু হয়। আজ সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে স্থানীয় এক সংসদ সদস্যের (এমপি) ছেলের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাদহ পাঁচুড়িয়া এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম বাঁধন শেখ। তিনি নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের বড় ছেলে। 

হাফিজুর রহমান নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি ১৪-দলীয় জোট সরকারের এমপি।   

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার সোনাদহ পাঁচুড়িয়া মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান বাঁধন।  খেলা চলাকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। পরে নছিমনে করে 
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে আলাপকালে বিষয়টি জানিয়েছেন চিকিৎসক আনোয়ার।

আজ বুধবার সকালে লোহাগড়া সদরে লক্ষ্মীপাশা আননূর কমপ্লেক্স চত্বরে জানাজা শেষে লোহাগড়া পৌর কবরস্থানে দাফন করা হয় বাঁধনকে। জানাজায় ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মুসল্লিরা অংশ নেন।

বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত থেকেই তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, বিভিন্ন রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়িতে ভিড় জমায়।