ঈদে পাঁচদিন বন্ধ থাকছে হিলি বন্দর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/17/photo-1437110118.jpg)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই বন্দর দিয়ে আজ শুক্রবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ থেকে ২১ জুলাই পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ, বেসরকারি অপারেটর পানামা পোর্ট কর্তৃপক্ষ, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ ছাড়া বন্ধের বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে। ২২ জুলাই বুধবার থেকে এই বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানান তিনি।
বন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, বন্দর ব্যবহারকারীরা পাঁচদিন ছুটি ভোগ করলেও কাস্টমস কর্মকর্তাদের সেই সুযোগ নেই। সরকারি ছুটি শেষে তাঁরা অফিসে যোগদান করবেন। তবে পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে বন্ধের এই কয়েকদিন কাস্টমসের পাসপোর্ট শাখা খোলা থাকবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ কারণে ইমিগ্রেশনে সরকারি কোনো ছুটি নেই।