চাকা খুলে নসিমন খাদে, গরু ব্যবসায়ী নিহত

Looks like you've blocked notifications!

রাজশাহী নগরীতে গরু বহনকারী একটি নসিমন খাদে পড়ে আবদুল মান্নান নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

গতকাল বুধবার দুপুরে নগরীর আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বাদইল গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন- দুর্গাপুর উপজেলার গণকৈড় গ্রামের মো. সাজ্জাদ (২০), একই গ্রামের আবদুল করিম (৪৫), সাজেদুর রহমান (২৭), মঙ্গলপুর গ্রামের আবদুল খালেক (৪২) ও বড়ইল গ্রামের দুলাল হোসেন (৩৩)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বুধবার নসিমনে করে গরু নিয়ে রাজশাহী শহরের হাটে বিক্রির জন্য যাচ্ছিলেন মান্নানসহ কয়েক ব্যক্তি। দুপুরের দিকে মহাসড়কের আমচত্বর এলাকায় পৌছালে হঠাৎ নসিমনের সামনের চাকা খুলে যায়। ফলে সেটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা ১০ জন আহত হন।

স্থানীয়রা দুর্ঘটনায় আহতের উদ্ধার করে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মান্নানের মৃত্যু হয়।