সাংবাদিকদের সেতুমন্ত্রী

যানজটের জন্য বিকল গাড়ির মালিক-চালক দায়ী

Looks like you've blocked notifications!
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ত্রুটিপূর্ণ যানবাহনের জন্যই নবীনগর-চন্দ্রা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য ব্যবহার অযোগ্য যানের মালিক ও চালকরা দায়ী।

আজ শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইলে ঢাকা-আশুলিয়া ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

বৃহস্পতিবার রাত থেকেই তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সাভার ও আশুলিয়ায় মারাত্মক দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।  নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ১২কিলোমিটার সড়কে  ৫ ঘণ্টা ধরে তীব্র যানজটে সহ্যের সীমা ছাড়িয়ে যায় রাজধানী ছেড়ে যাওয়া হাজারো মানুষের।

এই পরিস্থিতিই সরেজমিনে দেখতে আশুলিয়ায় ছুটে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কিছু লোকাল গাড়ি, যেগুলো রাস্তার ওপর এসে আটটির মতো বিকল হয়ে গেছে। তখন বৃষ্টি। আটটি গাড়ি বিকল। এটা মেনে নেওয়া যায় না।’ এ সময় তিনি আরো বলেন, ‘হাজার হাজার মানুষ এই রুটে দুর্ভোগের কবলে পড়েছে। আমি মনে করি এসব গাড়ির মালিক, চালক সবাইকে এখন শাস্তি দেওয়া উচিত।’  

সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন।