দিনাজপুরের ৯ গ্রামে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের পাঁচটি উপজেলার নয়টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
আজ শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের ডেফোডিল কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এই জামায়াতে ইমামতি করেন হাফেজ মোহাম্মদ মতিউর রহমান। জামায়াতে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
এদিকে একই সময়ে কাহারোল উপজেলার ভাদগা, বলেয়া পূর্বপাড়া, ভবানীপুর, রোকোনপুর, রাঙ্গাচাটা ও রসুলপুর, চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা, খানসামা উপজেলার কুমুরিয়া স্কুল মাঠ এবং বিরল উপজেলার ভারাডাঙ্গী এলাকায় পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এই পাঁচটি উপজেলার প্রায় তিন হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছে।
এদিকে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে।