সাতক্ষীরায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাতক্ষীরার চৌবাড়িয়া গ্রামের রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ভোমরা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় তিনটি সহিংসতার মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, রবিউল ইসলাম ১৯৯১-১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় সদস্য ও ঢাকার আর কে মিশন রোডের বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরায় তিনটি নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে।
রবিউল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের জামায়াতকর্মী হারুনার রশীদের ছেলে। তাঁর আরেক ভাই মনিরুল ইসলাম ছাত্রশিবিরের যশোর এমএম কলেজ শাখার সভাপতি।
ওসি এমদাদ আরো জানান, রবিউল ১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরার ছেলে জুবায়ের চৌধুরী রিমু হত্যার সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। সম্প্রতি রবিউল বাড়িতে এসে বিভিন্ন গ্রামে ও মসজিদে গিয়ে জামায়াতকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। তাঁদের হাতে নগদ টাকাও দেন তিনি। পুলিশ তাঁকে খুঁজছিল বলে জানান ওসি।