আক্কেলপুরে বাঁধ ভেঙে শহরে পানি

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাড়ঘাটি এলাকায় বাঁধ ভেঙে শহর ও পাশের এলাকায় পানি ঢুকে পড়ায় সহায়-সম্বল নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসি মানুষজন। ছবি : এনটিভি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শহররক্ষা বাঁধ ভেঙে শহরের ভেতরে ও পাশের এলাকায় পানি ঢুকে পড়েছে। আজ শনিবার সকালে পাড়ঘাটি এলাকার পশ্চিমে তুলশীগঙ্গা নদীর প্রায় ৬০ ফুট বাঁধ ভেঙে যায়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী এ কে এম নজমুল হাসান বলেন, সকাল সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২টি বাড়ি ডুবে গেছে। বাঁধ মেরামতের কাজ চলছে।

বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে। প্লাবিত হয়েছে আক্কেলপুর শহরের ডাকবাংলোর সামনের এলাকা। বাড়িতে পানি ওঠায় নিকটবর্তী বাঁধসহ উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন মানুষজন।