নীলফামারীতে ঈদুল ফিতরের জামায়াত যখন
নীলফামারীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শনিবার সকাল ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, এ ছাড়া জেলা শহরের সার্কিট হাউস ঈদগাহ, কুখাপাড়া ঈদগাহ ও বাড়াইপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টা ১৫ মিনিটে ও কলেজ স্টেশন ঈদগাহ, গাছবাড়ী পঞ্চপুকুর পাড়া ঈদগাহ এবং জোড় দরগাহ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদের নামাজের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সে ক্ষেত্রে ওই এলাকার মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
সূত্রমতে, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে স্ব-স্ব উপজেলা প্রধান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়।