আটকের ২ মাস পর তরুণকে ফেরত দিল বিএসএফ

Looks like you've blocked notifications!

আটকের দুই মাস সাতদিন পর পর বাংলাদেশের এক তরুণকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার বিকেল ৪টার দিকে শেরপুরে নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ওই তরুণকে ফেরত পাঠানো হয়।

ওই তরুণের নাম কুদ্দুস আলী (২৮)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার শালবারুই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে নাকুগাঁও স্থল বন্দরে কর্মরত পুলিশ সদস্য আবুল হোসেন জানান, বন্য হাতির তাড়া খেয়ে গত ৬ জুন কুদ্দুস আলী কুড়িগ্রামের মুক্তারপাড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁকে অনুপ্রবেশের দায়ে দুই মাস সাতদিন কারাগারে রাখার পর মুক্তি দেয়।

আবুল হোসেন আরো জানান, আজ কুদ্দুসকে ফেরত দেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ পক্ষে ছিলেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ। এ ছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পুলিশের এসআই ডিহাজং বো বিএসএফের পোস্ট কমান্ডার লোকেশ কুমার।