জয়পুরহাটে পানি কমতে শুরু করেছে

Looks like you've blocked notifications!

পানি কমতে শুরু করায় জয়পুরহাট জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার তুলসীগঙ্গা নদীর পানি ৬ সেন্টিমিটার ও ছোট যমুনার পানি ৪ সেন্টিমিটার কমেছে।

বন্যায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে বটতলী ব্রিজের নিকটবর্তী বানিয়াপাড়া এলাকা পর্যন্ত ডুবে যাওয়া সড়কের পানি নেমে গেছে। উপজেলার অধিকাংশ পাকা ও কাঁচা সড়কের পানি ইতমধ্যে সম্পূর্ণ নেমে গেছে। এ ছাড়া নেমে যাচ্ছে বিভিন্ন এলাকার নিমজ্জিত বিস্তীর্ণ ফসলের ক্ষেতের পানি। জেগে উঠছে রোপা আমনসহ অন্যান্য ফসলের চারা।

তবে এখনো আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ-ক্ষেতলাল সড়কের প্রায় ৩০০ কিলোমিটার বন্যার পানিতে ডুবে রয়েছে। তুলসীগঙ্গা নদীর তীরবর্তী ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট ও এর আশপাশের নিম্নাঞ্চলসহ জয়পুরহাট সদরের ছোট যমুনা নদীর কুঠিরবাড়ি ব্রিজের দক্ষিণ পাশের খনজনপুর ও ভাতসা এলাকার পানি কিছুটা ধীরগতিতে নেমে যাচ্ছে।

জয়পুরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী বিভাগীয় প্রকৌশলী এ কে এম নজমুল হাসান জানান, বর্তমানে তুলসীগঙ্গার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ও ছোট যমুনার পানি ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।