গুরুতর অসুস্থ রেলমন্ত্রী সিঙ্গাপুরে
রেলমন্ত্রী মুজিবুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতেই কুমিল্লা থেকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে।
রেলমন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বরাতে ইউএনবি জানায়, গ্যাসের সমস্যার কারণে গতকাল রাত ১০টায় কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে মন্ত্রীকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিক্যাল বোর্ড তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়।
এর পরই দীর্ঘদিন থেকে আলসারে ভোগা রেলমন্ত্রী মুজিবুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। মন্ত্রীর সাথে সিঙ্গাপুর গেছেন তাঁর স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথমন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। গেল বছর কুমিল্লায় চান্দিনায় বিয়ে করেন তিনি।