দুর্যোগ প্রতিরোধে আশুলিয়ার পোশাক কারখানায় মহড়া

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক তৈরির একটি কারখানায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো, ভূমিকম্পে করণীয় ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক মহড়া হয়েছে।
আজ শনিবার সকালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আশুলিয়ার জামগড়া এলাকার ডি কে নিটওয়্যার কারখানায় এ প্রশিক্ষণ মহড়া দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, কারখানার ভেতরে আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে নেভানো যাবে, ভূমিকম্প হলে প্রাথমিকভাবে কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, এর ভয়াবহতা ও পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় সম্পর্কে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন কারখানায় আগুন লাগলে শ্রমিকরা তা দ্রুত নেভাতে পারবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডি কে নিটওয়্যার লিমিটেডের পরিচালক সায়িদ এ টি এম তারেক, আশুলিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল হামিদসহ অন্যরা।