‘প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি’

Looks like you've blocked notifications!
শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অভিযোগ, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরিয়ে দেওয়ার গুজব ছড়াচ্ছে বিএনপি। তিনি বলেন, ‘এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি।’

আজ বুধবার শিল্পকলা একাডেমিতে 'তুমি আছ বাংলার হৃদয়জুড়ে' শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি ওই সভার আয়োজন করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী। সর্বশেষ গুজব হলো সরকার প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এসব বিএনপি ম্যানিফ্যাকচারড গুজব। তাঁরা দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে। এসব বেরুচ্ছে বিএনপি ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘এসব তারাই ছড়াচ্ছে। এসব গুজবের সঙ্গে আমাদের চিন্তার কোনো মিল নেই। আওয়ামী লীগ বিএনপি নয়, আমরা ষড়যন্ত্র চক্রান্ত করি না, ষড়যন্ত্রের শিকার হই।’

এর আগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্নজীবনী' থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এ ছাড়া গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য কবি কাজী রোজী, আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন।

আলোচনা সভায় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পান্না কায়সারসহ সাংস্কৃতিক ব্যক্তিরা।