প্রেমিকার ভাইদের আঘাতে হাত-চোখ গেল যুবকের

ঈদের দিন প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তুহিন মোল্লা (১৮)। বিষয়টি মেনে নিতে পারেননি প্রেমিকার বাবা ও তিন ভাই। সাজা দিতে তাই বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যান তুহিনকে। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে তুহিনের দুই হাত কেটে ফেলেন তাঁরা। উপড়ে ফেলা হয় তাঁর দুই চোখ। বাধা দিতে গেলে তুহিনের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শওকত আকবর মোল্লার (৫৮) দুই হাত ও দুই পায়ে কুপিয়ে জখম করা হয়।
সদর উপজেলার পাথালিয়া গ্রামে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেমের বলি হয় ওই দুজন।
এসব বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অনুপ কুমার মজুমদার জানিয়েছেন, শওকত আকবরের দুই হাত ও দুই পা শরীর থেকে কেটে ফেলতে হবে। তাঁকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এর পর থেকে হামলাকারীরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।