গেলেন হেলিকপ্টারে, ত্রাণ দিলেন নিজ হাতে

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। ছবি : ফেসবুক

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। তিনটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার অনন্ত জলিল তাঁর অফিশিয়াল ফেসবুক পাতায় ত্রাণ সহায়তার বেশ কয়েকটি ছবিসহ একটি স্ট্যাটাস দেন।

‘অনন্ত সিআইপি’ নামে ভেরিফায়েড ওই ফেসবুক পাতায় ‘খোঁজ : দ্য সার্চ’-এর নায়ক লেখেন, ‘আসসালামু আলাইকুম, বন্ধুগণ। এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন।’

ত্রাণ দেওয়ার বর্ণনা দিয়ে অনন্ত জলিল লেখেন, ‘আল্লাহতায়ালার রহমতে আজ কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।’

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ঢালিউডের এ অভিনেতা।