শয়নকক্ষে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
নাহিদ হোসেন মোল্যা

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার ভোরে নিজ বাড়িতে তাঁকে গুলি করে হত্যা করা হয়। 

নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁদের বাড়ির দোতলায় উঠে জানালা দিয়ে তাঁর বাবা চেয়ারম্যান নাহিদ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এ সময় নাহিদ হোসেন একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তাঁর মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। 

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নাহিদ হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে একাধিক গুলি করা হয়েছে। পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। 

এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।