আমরা, আমাদের রাস্তা সচল আছে : সেতুমন্ত্রী

Looks like you've blocked notifications!
কুমিল্লায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে দেশের সড়কগুলো সচল আছে। তবে সেগুলো আরো সচল করতে হবে।

আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগের সব জেলার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এবারকার ঈদ প্রস্তুতি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আমরা, আমাদের রাস্তা সচল আছে। আরো সচল করতে হবে। যেসব জায়গার জেলা সড়কগুলো পাসেবল (চলনসই) নাই, সেগুলো পাসেবল করতে হবে।’

সওজ কর্মকর্তাদের উদ্দেশে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সবাই রাস্তায় থাকবে এবং ঈদের দিন যে সময়টুকু দিছি ওই সময়টুকু ইনজয় (আনন্দ) করবা উইথ ইয়োর ফ্যামিলি (তোমাদের পরিবারের সঙ্গে)। ঠিক আছে? বাকি সময় রাস্তায় থাকতে হবে। আমি কিন্তু খোঁজ নেব। এখন আর মোবাইল ফোনে ঢাকায় বসে আমি মিরেরসরাই আছি—এটা বলা যাবে না।’

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘উনি (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) এবং ওনার দলের দলের টপ-টু-বটম সবার পদত্যাগ করা উচিত। সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটও তারা রাস্তায় একটা বিক্ষোভ করতে পারেনি। একটা রাজনৈতিক দল, বিরোধী দল পার্লামেন্টে যায়নি সেটা তাদের ভুল। ৫ জানুয়ারির নির্বাচন না করে তারা, তাদের রাজনীতি এখন আটকে আছে একটা ভুলের চোরাবালিতে। তারা এখন আমাদের কী উপদেশ দেবে? তাদের নিজেদেরই পদত্যাগ করা উচিত। একটা রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করতে না পারার যে ব্যর্থতা, যে দগদগে ঘা। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে আজ হতাশ, তাদের ব্যর্থ নেতৃত্বের জন্য।’