বানভাসি ২০০ পরিবারের পাশে ‘শাখী'
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শাখী’।
গত শনিবার উপজেলার চাঁদপুর, খাজুরা ও পারবিশা গ্রামের ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
ত্রাণ হিসেবে দুই কেজি করে চাল, এক কেজি চিড়া, এক কেজি আলু, আধা কেজি গুড়, বিস্কুট ছাড়াও খাবার স্যালাইন, মেট্রোনিডাজল ট্যাবলেট, সাবান, মোমবাতি ও দিয়াশলাই দেওয়া হয়েছে। এ ছাড়া অধিক ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৩০০ টাকা করে সহায়তা দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক এস এম জাকারিয়া বুলবুলের নেতৃত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ২১ জন স্বেচ্ছাসেবী। এর আগে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নাটোর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বন্যার্তদের জন্য ৩৮ হাজার ১৬৯ টাকা সংগ্রহ করেন।
গত ২৩ আগস্ট নাটোরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নেজারত ডেপুটি কালেক্টর শামীম ভূইয়া ‘শাখী’র ত্রাণবাক্স উন্মুক্ত করেন। বন্যা-পরবর্তী সময়ে দুটি পরিবারকে পুনর্বাসনে সহায়তার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক।