ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা!
পঞ্চগড় জেলার বোদা পাথরাজ ডিগ্রি কলেজ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
ঈদের পরের দিন কলেজপাড়া একে ৪৭ ক্লাব এই প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলার প্রথমার্ধে আত্মাঘাতী একটি গোল খেয়ে বসে ব্রাজিল। পরে আর্জেন্টিনা দলের মশিউর আরেকটি গোল দেন।
খেলা শেষে বোদা পাথরাজ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও বোদা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ব্রাজিল, আর্জেন্টিনা দলের সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই খেলা উপভোগ করেন।