কক্সবাজারে পাহাড় কাটায় আটক ১

কক্সবাজারে পাহাড় কাটার অভিযোগে আজ সোমবার একজনকে আটক করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামে পাহাড় ধসে হতাহতের পর কক্সবাজারের পাহাড়ে ঝুকিপূর্ণ বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আজ সোমবার সকালে শহরের বৈদ্যের ঘোনা, ঘোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটা রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, পাহাড় কাটার অভিযোগে একজনকে আটক ও তিনজনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।