বন্যাদুর্গতদের মধ্যে ‘ভালোবাসি জামালপুর’-এর ত্রাণ বিতরণ

Looks like you've blocked notifications!
জামালপুরের ইসলামপুর উপজেলার মুরাদাবাদ গ্রামে বন্যাদুর্গত ২০০ পরিবারের মধ্যে আজ বুধবার ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’। ছবি : এনটিভি

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনাপাড়ের বন্যাদুর্গত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসি জামালপুর।

আজ বুধবার ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে ২০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও ত্রাণ দিয়েছে সংগঠনটি।

‘ত্রাণের অপেক্ষায় জামালপুরের বানভাসি মানুষ, আসুন পাশে দাঁড়াই’ ইভেন্টের মাধ্যমে তারা ত্রাণসামগ্রী ও নগদ টাকা সংগ্রহ করে। ত্রাণ হিসেবে তারা দিয়েছে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, দুধ ও চিনি।

ভালোবাসি জামালপুরের অনুষ্ঠান সমন্বয়ক ফজলে রাব্বী সৌরভ বলেন, ‘উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মতো এবার ভয়াবহ বন্যার শিকার হয়েছিল জামালপুর জেলা। পত্রিকার পাতায় যখন দেখলাম জেলার প্রায় ১০ লাখ  মানুষ পানিবন্দি ঠিক তখনই আমাদের টিম অনুভব করে তাদের পাশে দাঁড়ানোর।’

সংগঠনটির অন্যতম সংগঠক নাফিসা রওজা বলেন, ‘বন্যাদুর্গত এই মানুষের মাঝে ত্রাণ বিতরণ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা চেষ্টা করেছি ঈদকে সামনে রেখে এসব মানুষের মুখে হাসি ফোটাতে।’