পঞ্চগড়ে শিক্ষার্থী ও অটোবাইকচালকের ‘আত্মহত্যা’
পঞ্চগড়ের আটোয়ারী থানা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ও এক অটোবাইকচালকের মৃত্যু হয়েছে। এই দুজন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আটোয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম থেকে নাইস নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। আর বুহস্পতিবার সকালে বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ দোহসুহ এলাকায় অটোবাইকচালক সোহেল রানার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, স্কুলশিক্ষার্থী নাইস কৃষ্ণনগর গ্রামে তাঁর নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে। তার বাবা ঢাকায় রিকশা চালান এবং সে দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। অন্যদিকে সোহেল রানা তার বড় ভাইয়ের সঙ্গে ৩০ টাকার জন্য বিবাদে জড়ায়। পরে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।