ছুটি শেষে ফের কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

ঈদের ছুটি শেষে পাঁচ দিন পর ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। আজ বুধবার সকাল থেকেই এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ছুটি শেষে শ্রমিকরাও বেশ উৎসাহ নিয়ে কাজে যোগ দিয়েছেন।
গত ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকায় পাঁচ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন অফিস খোলা ছিল।