১২৯ বছরেও জাতীয়করণ হয়নি বোদা পাইলট মডেল স্কুল
১২৯ বছরেও জাতীয়করণ হয়নি পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করে বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ সংগ্রাম কমিটি।
প্রতিষ্ঠানটির সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় জাতীয়করণ সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক, প্রবীণ বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ, বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আওয়ামী লীগ নেতা সামসুজ্জোহা, মকলেছার রহমান জিল্লুর, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
প্রাচীন এ বিদ্যাপীঠটি প্রথম পর্যায়ে জাতীয়করণের তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সুধীজন ব্যথিত হন।
সমাবেশ শেষে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ, ৭ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা।
বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক জানান, বিদ্যালয়টি ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে। ৯ দশমিক ৫২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এলাকার সর্বস্তরের মানুষ বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবিতে নিজ উদ্যোগে এসব কর্মসূচি গ্রহণ করেছে।