রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৭

Looks like you've blocked notifications!
সীমান্তে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার সকালে বান্দরবানের রেইছা এলাকায় একটি মাইক্রোবাস উল্টে যায়। ছবি : এনটিভি

সীমান্তে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় বান্দরবানের রেইছায় সড়ক দুর্ঘটনায় সাত যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের মেম্বারপাড়া থেকে চারটি গাড়ি নিয়ে স্থানীয় যুবকরা আজ সকালে বাংলাদেশ সীমান্তে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য কোরবানির মাংসসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে রওনা হন। যাওয়ার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আরমান, ফয়সাল বিন মাহাবুব, মো. রোকন, সাইফুল ও নূর আলম। অপর দুজনের নাম জানা যায়নি।