এশার নামাজের পর সিদ্ধান্ত জানাবেন জঙ্গি আবদুল্লাহ : র‍্যাব

Looks like you've blocked notifications!

রাত ৮টা পার হয়ে ৯টা বাজলেও এখনো ছয় সঙ্গী নিয়ে আত্মসমর্পণ করেননি ‘জঙ্গি’ আবদুল্লাহ। সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব জানায়, রাত ৮টার দিকে আবদুল্লাহসহ সাতজন আত্মসমর্পণ করবেন। তবে রাত ৯টার দিকেও এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার বাড়িটি এখনো ঘিরে আছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতকাল সোমবার রাত থেকেই ছয়তলা ওই ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রাত ৮টার দিকে ‘সাত জঙ্গি’ আত্মসমর্পণ করবে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, ‘জঙ্গি’ আবদুল্লাহর সঙ্গে রাত ৯টার বাজার কিছুক্ষণ আগে যোগাযোগ করা হয়েছে। আবদুল্লাহ জানিয়েছেন, তিনি এশার নামাজ আদায় করবেন। এরপর পর কী করবেন তার সিদ্ধান্ত নেবেন।

সন্ধ্যা ৬টায় মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আগামী এক ঘণ্টার মধ্যে যদি তাঁর (আবদুল্লাহ) মানসিক অবস্থার পরিবর্তন যদি হয়, অন্য কোনো কিছুর পরিকল্পনাও তাঁর থাকতে পারে। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি রেখেছে।’