বোদা পাইলট মডেল স্কুল জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
একই দাবিতে কাল বৃহস্পতিবার অনশন ও সংবাদ সম্মেলনের আয়োজন করবে স্কুল জাতীয়করণ সংগ্রাম কমিটি।
আজ সকালে স্কুল মাঠ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল বোদা বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুল জাতীয়করণ সংগ্রাম কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল আজিজ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুজ্জোহা ও ওয়ালিউল ইসলাম মন্টু, বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আওয়ামী লীগ নেতা মকলেছার রহমান জিল্লুর ও আবদুর রউফ, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।
পরে তাঁরা বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহমুদ হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে একই দাবিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের মাধ্যমেও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
এই কর্মসূচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও এলাকার সহস্রাধিক শিক্ষানুরাগী অংশ নেন।