টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বর্ণি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
আজ বুধবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গ্রামের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) আমিনুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদার ও সাবেক চেয়ারম্যান সাজিদুর রহমান মন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় স্বপ্না বেগমের (৩০) ছেলেকে প্রতিপক্ষের লোকজন মারতে গেলে তাকে বাঁচাতে যান তিনি। এতে তিনিও গুরুতর আহত হন। পরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত স্বপ্না সাবেক চেয়ারম্যান সাজিদুর রহমান মন্টু খাঁর সমর্থক।
সহকারী পুলিশ সুপার আরো জানান, প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানসহ ২৬ জনকে আটক করা হয়।
সংঘর্ষে আহতদের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।