সাতক্ষীরায় দীঘিতে ভাসমান লাশ
সাতক্ষীরা শহরের পৌর দীঘি থেকে মিয়ারাজ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার বাসিন্দা। মিয়ারাজ অপ্রকৃতস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, মিয়ারাজ হোসেন একজন অপ্রকৃতস্থ ব্যক্তি ছিলেন। তিনি সারা দিন মাঠে-ঘাটে ঘুরে বেড়াতেন। বুধবার সন্ধ্যা থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে আজ সকালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কীভাবে মিয়ারাজ হোসেনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
মিয়ারাজ হোসেনের লাশের সুরতহাল বিশ্লেষণের জন্য সাতক্ষীরা সদর থানায় নেওয়া হয়েছে। এর পর ময়নাতদন্ত করার জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।