দরবার শরিফের টাকা লুট, র‍্যাব সদস্যদের বিচার শুরু

Looks like you've blocked notifications!
চট্টগ্রামে র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক, বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে করা ডাকাতির মামলায় র‍্যাবের চার সদস্যসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরে আলম শুনানি শেষে বিচার শুরুর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক (বরখাস্ত) লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার, তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র‍্যাবের সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার ও উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু এবং র‍্যাবের সোর্স দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া। 

আইনজীবী মো. মামুন জানান, এ মামলায় র‍্যাব সদস্যসহ ১২ আসামির মধ্যে সাতজনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে।

২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে র‍্যাবের অভিযানের কথা বলে র‍্যাব ৭-এর অধিনায়ক জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে একটি দল দরবারের লকার ভেঙে দুই কোটি সাত হাজার টাকা লুট করে। এ ঘটনায় দরবারের পীরের গাড়িচালক মো. ইদ্রিস বাদী হয়ে মামলা করেন।