রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিএনপির মায়াকান্না : ওবায়দুল কাদের

Looks like you've blocked notifications!
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে আজ বুধবার দলীয় সভাপতির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের জন্য বিএনপির ত্রাণ তৎপরতা দায়সারা গোছের।

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন দেশের বাইরে। সে অবস্থায় দলের মহাসচিব প্রধান নেতা। তিনি কিন্তু এই ত্রাণ দলের সঙ্গে আসছেন না। এটাই আমি বলতে চাই, এই একটা দায়সারা ব্যাপার। এটা লোকদেখানো প্রতারণা ছাড়া এই ত্রাণ টিম আর কিছুই নয়—এটাই আমরা বলতে চাই।’

দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে দলীয় সভাপতির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিতরণকালে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। 

ওবায়দুল কাদের বলেন, বিপন্ন এসব মানুষকে না খেয়ে থাকতে হবে না, এটাই সরকারের অঙ্গীকার। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।