রাস্তার পাশে উল্টে গেল এনা বাস, আহত ১৫

Looks like you've blocked notifications!
আশুগঞ্জ গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উল্টে পড়ে আছে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের বাস। ছবি : এনটিভি

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে আজ বুধবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

বাসে থাকা আহত একজন যাত্রী ফিলিপ সরকার বলেন, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ছেড়ে সিলেট যাচ্ছিল। আশুগঞ্জে মেঘনা নদীর ওপর সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হওয়ার সময় চালক খুব দ্রুত বাস চালাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ প্রান্তে আসার সঙ্গে সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এনা পরিবহনের যাত্রীবাসটি দুর্ঘটনাকবলিত হয়ে দুমড়ে যায়। তবে কেউ মারা যাননি।