চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ মামলায় আজ বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুরের জিয়ারুল ইসলাম, বাট্টাগ্রামের নজরুল ইসলাম ও কাশিয়াবাড়ির এজু আলী।

চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২০ আগস্ট শিবগঞ্জের একটি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী। ওই দিন রাত ১টার দিকে আসামিরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর একটি বাগানে ফেলে রাখে। পরের দিন মুমূর্ষু অবস্থায় ওই বাগান থেকে কিশোরীকে উদ্ধার করে স্থানীয় লোকজন। এ ব্যাপারে ২৫ আগস্ট মামলা করেন কিশোরীর বাবা। মামলার অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের উপস্থিতিতে আজ রায় দেন।