মেয়েশিশুকে হত্যার দায়ে বাবার ফাঁসি

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জে নিজ মেয়েশিশুকে হত্যার অপরাধে বাবাকে ফাঁসির সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এ রায় ঘোষণ করেন।

এ সময় মেয়ের হত্যাকারী আবুল হোসেন (৩২) এজলাসে উপস্থিত ছিলেন। পরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৩ এপ্রিল সকালে জেলার ভৈরব উপজেলার গাজী ট্যাংক পশ্চিমপাড়া এলাকায় আসামি নিজ শ্বশুরবাড়িতে দুই বছরের শিশু সুমাইয়াকে গলায় ধারালো ব্লেড দিয়ে হত্যা করেন। এ সময় বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় ঘটনার দিনই সুমাইয়ার মা সুরাইয়া বেগম বাদী হয়ে আবুল হোসেনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ৪ এপ্রিল আবুল হোসেন বিচারিক হাকিমের কাছে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আবুল হোসেন তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত বলে তাঁর সন্দেহের কথা জানান এবং এ কারণে নিজ সন্তানকে হত্যার কথা জানান।

আসামি আবুল হোসেনের বাড়ি ভৈরব উপজেলার শম্ভপুর রেলগেট এলাকায়।

মামলার তদন্ত শেষে গত ২০১১ সালের ১ জুন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুল মান্নান ও শাহজাহান কবীর অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ মো. শাহজাহান ও আসামিপক্ষে অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।