১২ হাজার তালগাছ রোপণ হচ্ছে নাটোরে
বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাটোরে শুরু হয়েছে তালগাছ রোপণ কর্মসূচি। জেলায় পর্যায়ক্রমে ১২ হাজার তালগাছ রোপণ করা হবে।
আজ বৃহ্স্পতিবার সকালে শহরের হাজরানাটোর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিনা খাতুন।
ওই সময় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের তত্ত্বাবধানে সদর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ১২ হাজার তালগাছ রোপণ করা হবে।